Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজেকে আগুনে পুড়ল ৩ রিসোর্ট

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুনে পুড়ে গেছে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ এবং একটি বসতবাড়ি। গত বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। ইউএনও শরীফুল ইসলাম জানান, দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা, এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সাজেকের চিলেকোঠা রিসোর্টের স্বত্বাধিকারী নাসিরউদ্দিন পিন্টু বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতা ঠিকমতো না পেলে পুরো সাজেক ভস্মীভূত হয়ে যেত। মাচাং নু রিসোর্টের হপেন ত্রিপুরা বলেন, সম্ভবত রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনও নিশ্চিত নই আমরা।অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সাজেক পর্যটক ও উদ্যোক্তা জুনায়েদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মারুয়ার্টি রেস্টুরেন্ট এবং অবকাশ, ইমানুয়েল ও ইকো নামের তিনটি রিসোর্ট পুড়ে গেছে। পার্শ্ববর্তী একটি বসতঘরও ভস্মীভূত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী সাজেক উপত্যকা সাম্প্রতিক সময়ে দেশের পার্বত্য অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন হিসেবে বিবেচিত হচ্ছে। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও এর যোগাযোগ মূলত আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্য দিয়েই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুনে পুড়ল ৩ রিসোর্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ