মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের দক্ষিণাঞ্চলে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ২২ ঘণ্টা ভেসে থাকার পর ৬৯ বছর বয়সী এক প্রবীণকে জীবিত উদ্ধার করেছেন উপকূলরক্ষীরা। এই ব্যক্তির নাম জানায়নি জাপান কর্তৃপক্ষ। উল্টে যাওয়া নৌকার ইঞ্জিনে বসে ছিলেন তিনি। বাতাস এবং ঢেউ থেকে নিজেকে রক্ষা করেন তেরপল দিয়ে। জাপানের এক উপকূলরক্ষীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, আরেক উপকূলরক্ষী ঢেউয়ের ধাক্কা কাটিয়ে পানিতে বাতাসের বিপরীতে নৌকাটির দিকে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধার পাওয়া এই প্রবীণ একজন জাপানি বলেই জানিয়েছেন উদ্ধারকারীরা। ২২ ঘণ্টা একাই উত্তাল সমুদ্রে ভেসে ছিলেন তিনি। এ ঘটনাকে “অলৌকিক” বলে অভিহিত করেছেন এক কর্মকর্তা। দক্ষিণ-পশ্চিম কাগোশিমা এলাকায় শনিবার বিকেলের দিকে ওই ব্যক্তির নৌকা উল্টে যায়। ইয়াকুশিমা দ্বীপের একটি বন্দর নির্মাণে নৌকায় করে একাই কাজ করছিলেন তিনি। ভিডিওতে দেখা যায়, উল্টে যাওয়া নৌকার কাছাকাছি যাওয়ার পর একটি দড়ি দিয়ে টেনে উপকূলরক্ষীসহ দুইজনকে উদ্ধারকারী জাহাজের দিকে টেনে নিয়ে আসা হচ্ছে। প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে তখন ছিল বাতাসের তীব্র বেগ এবং আকাশে ঘন মেঘ। প্রবীণ ওই ব্যক্তির সহকর্মীরা উপকূলরক্ষীদের সাথে যোগাযোগ করে খবর দেওয়ার একদিন পর ইয়াকুশিমায় ওনাইডা বন্দরের প্রায় ৩০ কিলোমিটার দূরের এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এনএইচকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।