Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলের মুখে ব্লক অফিসের চিবানো ফাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

কথায় আছে ছাগলে কি না খায়! উত্তরপ্রদেশের কানপুরে এক ব্লক অফিসে একটি ছাগলের কীর্তি দেখে হাসির রোল উঠতে বাধ্য! শীতের সকাল। তাই অফিস পৌঁছেই ব্যাগপত্তর রেখে সামনের মাঠে রোদ পোহাচ্ছিলেন কর্মীরা। হাসি গল্পে আড্ডা বেশ জমে উঠেছিল তাঁদের। কিন্তু তাঁদের সেই জমাটি গল্পের আসরে ফাটল ধরাল এক ছাগল! পড়িমরি করে তখন ছাগলের পিছনে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছেন কর্মীরা। না, গল্পের ফাটল ধরানোর রাগে নয়, কর্মীরা নিজেদের চাকরি বাঁচাতে ছাগলের পিছনে ছোটাছুটি করছিলেন। আসলে, কর্মীরা যখন গল্পে মশগুল ছিলেন, ছাগলটি ধীর পায়ে অফিসের খোলা দরজা দিয়ে সটান ঢুকে পড়ে। কর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি যে অফিসঘরে ছাগল ঢুকে কী কাণ্ড ঘটাচ্ছে। ছাগলটি টেবিলের উপর ডাঁই করে রাখা একটি গুরুত্বপূর্ণ ফাইল মুখে তুলে নেয়। তার পর সেটি আরাম করে চিবোতে শুরু করে। প্রায় অর্ধেক চিবিয়ে ফেলার পর ফাইলটি মুখে নিয়েই আবার দুলকি চালে অফিস ঘর থেকে বেরিয়ে আসে। হঠাৎই ব্লক কর্মীদের মধ্যে এক জনের চোখে পড়ে বিষয়টি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ছাগলের মুখে ফাইল এবং তা অর্ধেক চিবানো, এমন দৃশ্য দেখে কর্মীদের মাথায় বজ্রাঘাত হওয়ার মতো অবস্থা। তৎক্ষণাৎ অবশিষ্ট ফাইল উদ্ধার করতে ছাগলের পিছনে ধাওয়া করেন তারা। ফাইল উদ্ধার হলেও গুরুত্বপূর্ণ নথি তত ক্ষণে ছাগলের পেটে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, ছাগলের কীর্তি নিয়েও হাসির রোল। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ