মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির আদালত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক এক যোদ্ধাকে ৫ বছর বয়সী এক শিশুসহ ইয়াজিদি গণহত্যা ও ইরাক-সিরিয়ায় সংখ্যালঘু এই সম্প্রদায়ের সদস্যদের ওপর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আজীবন কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের একটি আদালত এ রায় ঘোষণা করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আল-কায়েদা থেকে বেরিয়ে আসা আইএস ২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখলে নিয়েছিল; বিশ্বশক্তিগুলোর পাল্টা অভিযানের প্রেক্ষিতে ২০১৯ সালে জঙ্গি গোষ্ঠীটি ওই অঞ্চলে তাদের দখলে থাকা শেষ এলাকা হারায়। গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আইএস এর প্রথম কোনও সদস্যের সাজা হওয়ায় ফ্রাঙ্কফুর্টের আদালতের এ রায়কে ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে। বিচারে ইরাকের ২৯ বছর বয়সী নাগরিক তাহা আল-জুমাইলি ২০১৪-১৫ সালের দিকে আইএস যে তিন হাজারের বেশি ইয়াজিদিকে হত্যা এবং ৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশুকে দাস বানিয়েছিল, তাতে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে দাস বানানো এবং একটি কক্ষের জানালার সাথে শেকল দিয়ে বেঁধে তীব্র গরমের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।