Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

নাইজেরিয়ায় নিহত ২৯

ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কানো রাজ্যে নৌকা উল্টে ডুবে গেলে অন্তত ২৯ জন মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নৌকাটি নদীতে ডুবে যায়। কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ আব্দুল্লাহি বলেন, ২৯টি মরদেহ উদ্ধার করেছি। নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এদিকে সাত ছাত্রকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা আমিনু বেল্লো গোগোরি। রয়টার্স।


৫শ’ অ্যাকাউন্ট বন্ধ
ইনকিলাব ডেস্ক : চীনে অবস্থিত একটি অনলাইন ডিসইনফরমেশন নেটওয়ার্কের সাথে যুক্ত ৫০০ টিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটা। বন্ধ করে দেওয়া এসব অ্যাকাউন্ট থেকে ‘উইলসন এডওয়ার্ডস’ নামে একজন ভুয়া সুইস জীববিজ্ঞানীর দাবি প্রচার করা হচ্ছিল। ওই বিজ্ঞানীর দাবি ছিল, যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে হস্তক্ষেপ করছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম একথা জানায়। উইলসন এডওয়ার্ডসের করা মন্তব্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। তবে সুইজারল্যান্ড দূতাবাসের দাবি, এ নামের কোনো বিজ্ঞানীর অস্তিত্ব থাকার বিষয়টি এখনো প্রমাণিত নয়। বিবিসি।


৯ বন্দি ছিনতাই
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোতে সশস্ত্র সন্ত্রাসীরা একটি কারাগারে হামলা চালিয়ে নয় বন্দিকে ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয় সময় বুধবার দেশটির তুলা শহরের এ ঘটনা ঘটে। হামলার সময় সন্ত্রাসীরা দুটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। আর একই সময় কারাগারের ভেতরে হামলা চালায় অস্ত্রধারী বেশ কয়েকজন। এ সময় সন্ত্রসীদের গুলিতে কমপক্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। যদিও গাড়িবোমা হামলার বিষয়টি এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গার্ডিয়ান।


কাশ্মীরে নিহত ২
ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পুলিশের সাথে সংঘর্ষে দুই শীর্ষ নিহত হয়েছে। স্থানীয় পুলিশ পরিদর্শক বিজয় কুমারের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। পুলিশ জানায়, নিহত দুই জঙ্গী একাধিক সন্ত্রাসবাদে যুক্ত ছিলো। তাদের একজন জঙ্গী সংগঠন জেয়স-এ-মোহাম্মদের কমান্ডার ইয়াসির প্যারায়। অন্যজন বিস্ফোরক বিশেষজ্ঞ ফুরকান। বুধবার পুলওয়ামাতে এক সংঘর্ষে তাদের মৃত্যু হয়। বিজয় কুমার জানান, পুলিশের সাথে সংঘর্ষে ইয়াসির প্যারায় ও ফুরকান নিহত হয়েছে। তারা উভয়েই দীর্ঘদিন ধরে কাশ্মিরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিলো। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ