গত সোমবার পিএসজি ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জিতে নেন ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি’অরের ট্রফি। তিনি রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন রবার্ট লেভানদোস্কি, জর্জিনহো, করিম বেনজেমা ও অ্যাঙ্গোলো কান্তেকে।
তবে এবারের ব্যালন ডি’অর নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস সরাসরি এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। জার্মান সুপারস্টার টনি ক্রুস বলেছেন ব্যালন ডি’অর নিয়ে রীতিমতো ডাকাতি হয়েছে।
এবারের ব্যালন ডি’অরে স্বাভাবিকভাবেউ সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন লিভারপুল ও মিশরের তারকা মোহাম্মদ সালাহ। তবে এ বছর তিনি ভোটাভুটিতে হয়েছেন সপ্তম। তবে তাকে আরো উপরের সাড়িতে দেখার আশা করেছিলেন। হয়ত সালাহও ভেবেছিলেন উপরের দিকে থাকবেন।
গতকাল রাতে মোহাম্মদ সালাহর লিভারপুল প্রিমিয়ার লিগে খেলতে নামে এভারটনের বিপক্ষে। ম্যাচটিতে লিভারপুল জয় পায় ৪-১ গোলে। এর মধ্যে দুটি গোলই করেন সালাহ। ম্যাচ শেষে কথা বলতে আসেন সালাহ। তখন তাকে এক সাংবাদিক বলে, ‘ব্যালন ডি’অরে এবার আপনি সপ্তমস্থানে আছেন।’ এ কথা শেষ হওয়ার আগেই খিলখিলিয়ে হেসে দেন সালাহ। মাথা ঝাকাতে ঝাকাতে তিনি বলেন, ‘এ ব্যপারে আমার কোন মন্তব্য নেই। আমার কোন মন্তব্য নেই।’
সালাহ কেন ব্যালন ডি’অরের কথা শুনে এমন হেসে দিলেন তা অনেকের কাছেই বোধগম্য নয়। বেশ কয়েকজনের মতে ব্যালন ডি’অরের যে মূল্য সালাহর কাছে ছিল, এখন সেটি তার কাছে আর নেই। বাইরের বিষয়ে মাথা না খাটিয়ে গোল করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত এ মৌসুমে করে ফেলেছেন ১৯টি গোল।