Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেং সুইয়ের জন্য চীনে সব নারী টেনিস টুর্নামেন্ট বাতিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ৯:০৪ এএম
চীনের নারী টেনিসার পেং সুইয়ের অবস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে চীনে সব ধরনের প্রতিযোগিতা বাতিল করেছে ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)।  
 
৩৫ বছর বয়সী পেং সকলের মাঝ থেকে হঠাৎ করে উধাও হয়ে যান, দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করার পর। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এ অভিযোগ করেন তিনি। 
 
ডব্লিউটিএ প্রধান স্টিভ সাইমন বলেছেন তিনি অনেকবেশী সন্দিহান পেং ‘মুক্ত’ নিরাপদ ও  কোন প্রকার হুমকির মধ্যে নেই। 
 
‘একজন বিবেকবান মানুষ হিসেবে, আমি আমাদের অ্যাথলেটদের বলতে পারি না চীনে গিয়ে কোন প্রতিযোগিতায় অংশ নিতে।’ বলেন তিনি। 
 
সাবকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পেং অভিযোগ করেন তার সঙ্গে জোর করে যৌন মিলন করতে বাধ্য করা হয়েছিল তাকে। এরপর থেকে পেং হারিয়ে যান। তাকে নিয়ে সকলে পরে যান দুশ্চিন্তায়। 
 
এরপর পেং গত নভেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাগের সঙ্গে একটি ভিডিও কলে কথা বলেন। তিনি তখন জানান তিনি সুস্থ ও নিরাপদ আছেন। যদিও ডব্লিউটিএ জানায় এই ভিডিও কল তার ভালো থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পর্যাপ্ত না।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ