Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ম্যাচ পরই বিশ্রামে রামোস, মেসিরও না থাকার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ৯:৪২ পিএম
লিগ ওয়ানে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় নিঁসের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। এ ম্যাচটিতে মেসির খেলার সম্ভাবনা কম। গত সোমবার ব্যালন ডি’অরের পুরষ্কার জয়ের পর পেটের সমস্যায় পড়েন মেসি। ফলে নিঁসের বিপক্ষে ম্যাচটিতে তার না খেলার সম্ভাবনা বেশি।
 
তাছাড়া এ ম্যাচটিতে বিশ্রাম দেয়া হয়েছে রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও রামোসকে। সেন্ট এতিনের বিপক্ষে গত সপ্তাহে তার অভিষেক হয়। এ মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন রামোস। কিন্তু ইনজুরি সমস্যার কারণে তার মাঠে নামা হয়নি।
 
এদিকে এর আগে গত সোমবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেসির হাতে তুলে দেয়া হয় ব্যালন ডি’অর। এর মাধ্যমে রেকর্ড সাতবার ব্যালন জেতেন তিনি। তবে অনুষ্ঠানের পরপরই তিনি অসুস্থ হয়ে পরেন। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে পিএসজির পক্ষ থেকে জানানো হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ