পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মন্ত্রণালয়ের সীল-স্বাক্ষর জাল করে ৭ হাজার একর সরকারি জমিন দখলের ঘটনায় শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। লিটন একাধিক রিটের বাদী। জাল-জালিয়াতির মাধ্যমে তিনি কক্সবাজার সরকারি জমি দখল করেন এবং জাল কাগজপত্রের ভিত্তিতে রিট করেন। বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারলকে শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত এ তথ্য জানান।
তিনি বলেন, রিটকারী শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে কক্সবাজারে ৭ হাজার একর জমি দখলের জন্য জাল কাগজ, মন্ত্রণালয়ের সিল জালিয়াতি, তথ্য গোপন করে একাধিক রিট দায়েরের বিষয়টি আদালতের নজরে আসায় আদালত এ আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।