মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। ৫০ লাখ মানুষের বসবাসের সিঙ্গাপুর চার নম্বর থেকে এ বছর দুইয়ে উঠে এসেছে। ইকোনমিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার প্রকাশিত সংবাদপত্রের গবেষণার ফল অনুসারে, ইসরায়েলের রাজধানী তেল আবিব বিশ্বব্যাপী জীবনযাত্রার খরচের শীর্ষে রয়েছে। তালিকায় তেল আবিব, সিঙ্গাপুরের পর যথাক্রমে রয়েছে জুরিখ, হংকং, নিউইয়র্ক, জেনেভা, কোপেনহেগেন, লস অ্যাঞ্জেলস এবং ওসাকা। গত বছর করোনাভাইরাস মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া শুরু হলে সিঙ্গাপুরে জীবনযাপনে খরচ বাড়তে থাকে। ২০১৯ সালে ২.৮ শতাংশ খরচ বেড়েছিল। পরের বছর খরচ বাড়ে ১.৯ শতাংশ এবং এ বছর খরচ আরো বেড়েছে ৩.৫ শতাংশ। দুই শতাধিক রকমের জিনিসপত্রের মূল্য বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। পণ্যগুলোর দাম মার্কিন ডলারে রূপান্তর করে হিসাব করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, তেল আবিবে জিনিসপত্রের দাম ব্যাপকহারে বেড়ে গেছে। তবে দামেস্ক এবং ত্রিপলিতে জীবন যাপনে খরচ সবচেয়ে কম। কোকোনোটস সিঙ্গাপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।