Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশিগানে স্কুলে সহপাঠীর গুলিতে নিহত ৩, আহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি হাইস্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে তিন শিক্ষার্থী নিহত ও আরও আট জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে গুলিবর্ষণ শুরু করার পর দ্রæতই তাকে গ্রেপ্তার করা হয়। অকল্যান্ড কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, আহতদের মধ্যে একজন শিক্ষক আর বাকি সবাই স্থানীয় অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষার্থী। স্কুলটি ডেটরয়েট শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে মিশিগানের অক্সফোর্ড এলাকায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানান, গুলিবর্ষণকারীর উদ্দেশ্য জানা যায়নি। আন্ডারশেরিফ মাইকেল ম্যাককেব জানান, মঙ্গলবার বিকালের এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোর এবং ১৭ বছর ও ১৪ বছর বয়সী দুই কিশোরী নিহত হয়েছে। আহতদের মধ্যে দুই
জনকে অস্ত্রপচারের টেবিলে নেওয়া হয়েছে এবং ছয় জনের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ