Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সুবর্ণা মুস্তাফার জন্মদিন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আজ প্রখ্যাত অভিনেত্রী এবং সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার জন্মদিন। তিনি এখন কানাডা সফরে রয়েছেন। ফলে সেখানেই তার জন্মদিন পালিত হবে। সেখান থেকে তিনি জানান, এবারের জন্মদিনে দেশে থাকা হলোনা। কানাডার টরেন্টোতে আছি। এখানেই জন্মদিনের সময়টা কেটে যাবে। পরিবারকে খুব মিস করবো। ঢাকায় থাকলে সময়টা আরো ভালো কাটতো, হয়তো আরো বেশি উপভোগ্য হয়ে উঠতো। তারপরও সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।’ সুবর্ণা মুস্তাফা ৭ ডিসেম্বর দেশে ফিরবেন। সত্তুর-আশির দশক থেকে অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি অসংখ্য মঞ্চ, টিভি নাটক ও সিনেমা করেছেন। তার অভিনীতি প্রথম সিনেমা ছিল ঘুড্ডি। প্রথম সিনেমায়ই তিনি দর্শকপ্রিয়তা পান। এ সিনেমায় লাকী আখান্দের গাওয়া ‘চলোনা ঘুরে আসি অজানাতে’ গানটি এখনো দর্শকের মুখে মুখে ফেরে। এরপর বাণিজ্যিক ধারার সিনেমা কাজী জহিরের ‘নতুন বউ’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরবর্তীতে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় বিটিভিতে প্রচারিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘গ-ি’। সুবর্ণা মুস্তাফা অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ঘুড্ডি’,‘ লাল সবুজের পালা’,‘ নতুন বউ’,‘ নয়নের আলো’, ‘সুরুজ মিঞ্চা’,‘ শঙ্খনীল কারাগার’,‘রাক্ষস’,‘ কমা-ার’,‘ অপহরণ’,‘ স্ত্রী’,‘দূরত্ব’ ইত্যাদি। সংস্কৃতি জগতে অসামন্য অবদান রাখায় তিনি একুশে পদক লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুবর্ণা মুস্তাফার জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ