Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই কোটি কমিয়েও কোহলির বেতন পনেরো কোটি রুপি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১০:২০ এএম
আইপিএল ২০২২ শুরুর আগে হবে বিশাল নিলাম। আর নিলামের আগে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে রেখে বাকিদের ছেড়ে দিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আইপিএলের অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ধরে রেখেছে তাদের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে। 
 
তবে কোহলি এবার ব্যাঙ্গালুরুর কাছ থেকে বেতন কমিয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে কোহলি বেতন হিসেবে ২০২১ সালে নিয়েছিলেন ১৭ কোটি রুপি। কিন্তু এবার তিনি তার বেতন কমিয়েছেন ২ কোটি। ফলে ২০২২ সালে তিনি পাবেন ১৫ কোটি রুপি। 
 
আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬ কোটি রুপি করে দিয়ে নিজ নিজ দলে রেখে দেয়া হয়েছে রোহিত শর্মা, ঋসভ পন্ত, রবিন্দ্র জাদেজার মতো তারকাদের। এরপরই আছেন কোহলি। 
 
এদিকে আইপিএলের মেগা অকশন বা বড় নিলামের আগে সাকিব আল হাসানকে কোলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজুর রহমানকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ