Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভ্রাম্যমান আদালতে জরিমানা শ্রীপুরে বেভারেজ কারখানা সিলগালা

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমান আদালত গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংদীঘি গ্রামের ইকসল ফুড এন্ড বেভারেজ কোম্পানীতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে নকল চিপস, জুস ও আচার তৈরি করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল আওয়ালের ভ্রাম্যমান আদালত জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেন। জানা যায়, সিংদীঘি গ্রামের আতাউর রহমান ইকসল ফুড এন্ড ভেবারেজ কোম্পানি নামে সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির লেবেল ব্যবহার করে নকল চিপস,জুস ও আচার সহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালতে জরিমানা শ্রীপুরে বেভারেজ কারখানা সিলগালা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ