Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতার মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

আজ দেশের প্রখ্যাত চিত্রপরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, খান আতাউর রহমানের (খান আতা) মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৭ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ১৯২৮ সালের ১১ ডিসেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে জাগো হুয়া সাবেরা সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। ১৯৬৪ সালে ‘অনেক দিনের চেনা’ সিনেমার মাধ্যমে পরিচালনার সাথে যুক্ত হন। তিনি ১৪টি সিনেমা পরিচালনা করেন। সর্বশেষ পরিচালনা করেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘এখনো অনেক রাত’ ১৯৯৭ সালে। অসংখ্য সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনার সাথে যুক্ত ছিলেন। এছাড়া ১২টির বেশি সিনেমায় অভিনয় করেন। ২০০৩ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সকালের গান’। অনুষ্ঠানে গাইবেন তার মেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা ইসলাম। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮ টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ। রুমানা ইসলাম মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। আজ প্রচার হবে তার গাওয়া ৯টি গান। রুমানা ইসলাম বলেন, বাবাকে স্মরণ করে কিছু গান গেয়েছি আমি। গানগুলো গেয়ে নিজের কাছে যেমন ভালো ভালো লেগেছে, তেমনি দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খান আতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ