Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনদিনে ২০ ঘন্টারও বেশি পিয়ানো বাজালেন ইবরার টিপু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

সঙ্গীত পরিচালক সুরকার ও গায়ক ইবরার টিপু সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এর বাছাই পর্বে বিচারক হয়ে ৮১ জন প্রতিযোগীর সাথে পিয়ানো বাজিয়েছেন। বাংলাদেশে এর আগে কখনও কোনো সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো’তে পিয়ানো দিয়ে এমন আয়োজন করা হয়নি। বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে তরুণদের জন্য সঙ্গীত বিষয়ক নতুন এ রিয়েলিটি শো’র আয়োজন করা হয়েছে। ‘গলা ছেড়ে গাও’ ¯েøাগান নিয়ে আয়োজিত এই রিয়েলিটি শো’র পিয়ানো রাউন্ডে তিনদিনে ২০ ঘন্টারও বেশি পিয়ানো বাজিয়েছেন টিপু। সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো-এর বিচারক হিসেবেও কাজ করছেন ইবরার টিপু। তার সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন প্রতীক হাসান ও পড়শী। ১, ৭ ও ৮ ডিসেম্বর আরটিভিতে রাত ৮টায় এই পিয়ানো রাউন্ড প্রচার হবে। এছাড়াও আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। ইবরার টিপু বলেন, আমি এর আগেও সঙ্গীত বিষয়ক বিভিন্ন রিয়েলিটি শো’তে বিচারক হিসেবে কাজ করেছি। তবে এই প্রথম দেশের কোনো রিয়েলিটি শো’তে পিয়ানো রাউন্ড করা হয়েছে। আর ৮১জন প্রতিযোগীর সাথে আমি নিজেই পিয়ানো বাজিয়েছি। প্রতিদিন দীর্ঘসময় পিয়ানো বাজানো পরিশ্রমের কাজ। তারপরও ভিন্নধর্মী এই আয়োজনে নিজেকে স¤পৃক্ত করতে পেরে আমি ভীষণ আনন্দিত। রিয়েলিটি শো-এর উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবরার টিপু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ