Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনায় মৃত্যু ৫২ লাখ ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে। একই সময়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ছয় হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭৮ হাজার ৭০১ জন। এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৪ হাজার ৪২৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৮৪ হাজার ৭৪৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৫৯৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৮ হাজার ৭৯০ জনে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ