বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পঞ্চগড়ের আশেপাশের এলাকার শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। বড় ব্যবধান দেখা যাচ্ছে দিন ও রাতের তাপমাত্রার অনুপাতে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এর আগে সোমবার (২৯ নভেম্বর) ১২ ডিগ্রী, রোববার (২৮ নভেম্বর) ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে সকালের ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে এ অঞ্চল। দিনে ঠান্ডার তীব্রতা না থাকলেও সন্ধ্যার পর পর ঠান্ডার তীব্রতা আরও বাড়তে থাকে।
হিমালয়ের খুব কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান হওয়ায়। এখানে হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে। যার কারণে দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে (২৯ নভেম্বর) ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।