পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচটিতে প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিল টাইগাররা। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। এতে করে বাংলাদেশ ৪৪ রানের লিড পেয়েছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে আউট হয়ে যায় মুমিনুল বাহিনী। ফলে পাকিস্তানের সামনে মাত্র ২০২ রানের টার্গেট দাঁড় হয়। এই রান মাত্র ২ উইকেট হারিয়ে পার করে ফেলে বাবর আজমের দল।
ম্যাচ শেষে এই ম্যাচে হারার জন্য খারাপ দুই ঘন্টার কথা বলেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেছেন প্রথম ইনিংসে ও দ্বিতীয় ইনিংসের শুরুর এক ঘন্টায় খারাপ খেলার কারণে হেরেছে বাংলাদেশ। এ ব্যপারে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা আমাদের দুই ইনিংসের প্রথম এক ওভারে হেরেছি। প্রথম ইনিংসে মুশফিক ও মুমিনুল হাল ধরেছিল। যদি আমরা আরো ১০০ রান করতে পারতাম তাহলে ফলাফলটি ভিন্ন হতো। নতুন বল খেলার ব্যপারে আমাদের উন্নতি করতে হবে।’
এদিকে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ রান করলেও নিজেদের প্রথম ইনিংসে ৪৯ রানে চারটি উইকেট হারায়। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে হারায় প্রথম পাঁচ উইকেট। আর টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ।