Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতার যুবক স্ত্রীকে তুলে দিল পাকিস্তানি তরুণের হাতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১১:৪০ এএম

সিনেমার মত হলেও সিনেমা নয় বাস্তবেই ঘটেছে এমন এক ঘটনা যা সবাইকে চমকে দিয়েছে। ভারতের কলকাতার এক শিখ যুবক আটারি সীমান্ত পার হয়ে লাহোরে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে বিয়ে দিয়েছেন এক পাকিস্তানি যুবকের। মোহাম্মদ ইমরান নামে লাহোরের বাসিন্দা ওই যুবকের সঙ্গে কলকাতার বিবাহিতা ওই নারীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। দুজনের প্রেমপর্বের আখ্যান অজানা ছিল না তরুণীর স্বামীর কাছে।

গুরু নানক জয়ন্তীর দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই শিখ যুবক সীমানা অতিক্রম করে পাকিস্তানে যায়। ২৪ নভেম্বর যুবকটি স্ত্রীকে সম্প্রদান করে পাকিস্তানের তরুণ মোহাম্মদ ইমরানের কাছে। শিখ তরুণীর ধর্মান্তকরণ হয়ে নতুন নাম হয় পারভিন সুলতানা। সিনেমায় এমন কাণ্ড ঘটলেও বাস্তবে স্বামী স্ত্রীর বিয়ে দিচ্ছে এমন ঘটনা শোনা যায় না।

শিখ সমাজ এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ। প্রবক্তাদের মতে, শিখ ধর্ম অপমানিত হয়েছে এই ঘটনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ