পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে গেছেন আরেক ওপেনার আবিদ আলী। দলীয় ১৭১ ও ব্যক্তিগত ৯১ রান করে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ আউট হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আবিদ।
চট্টগ্রাম টেস্টে ২০২ রানের লক্ষ নিয়ে ব্যাট করছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে আছে ম্যান ইন গ্রিনরা। দেশটির দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও আবিদ আলী মিলে জয়ের বিষয়টি খুব সহজ করে দিয়েছেন। তারা দুজন মিলে ওপেনিং জুটিতে বড় সংগ্রহ এনে দিয়ে এরপর ফিরেছেন।
প্রথম উইকেট হিসেবে আব্দুল্লাহ শফিক মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েছেন। তবে আউট হওয়ার আগে করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৭২ রান। নিজের অভিষেক ম্যাচটির প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৫২ রান।
এদিকে ২০২ রানের মধ্যে গতকাল ১০৯ রান করে ফেলেন আবিদ-আব্দুল্লাহ। ফলে আজ ম্যাচের পঞ্চম দিন তাদের প্রয়োজন ছিল মাত্র ৯৩ রান।