Inqilab Logo

রোববার , ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরের রায়পুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১০:৪১ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় অন্তত ১০টি বসতঘর ভাঙচুর হয়। সোমবার সন্ধ্যায় স্থানীয় উত্তর চরবংশী ইউনিয়নের কুচা মারা এলাকায় বিজয়ী মেম্বার জাহাঙ্গীর বকশী ও পরাজিত মেম্বার প্রার্থী মফিজ দেওয়ানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

এসময় স্বর্ণালংকার, নগদ টাকা লুটের অভিযোগ করে ভুক্তভোগী কয়েকটি পরিবার। ঘটনার সময় স্থানীয় বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। পরে হাজিমারা পুলিশ তদন্ত কেন্দ্র ও রায়পুর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, দু’পক্ষের অবস্থানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লুটপাট ও আহত হওয়ার খবর জানা নেই বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ