Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে গ্রেফতার ১৩

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে হুন্ডি ব্যবসায়ী, জুয়াড়ি, মাদক সেবী ও ওয়ারেন্টমূলে ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাঁচবিবি থানার ওসি মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার পাঁচবিবি-হিলি সড়কের চাম্পাতলী ব্রিজের উপরে হুন্ডি ব্যবসায়ী উপজেলার ভূইডোবা গ্রামের মমিন ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। বডি ফিটিং অবস্থায় তাদের কাছ থেকে হুন্ডির ৭ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া জুয়া খেলার অপরাধে পানিয়াল গ্রামের মাছুম মন্ডল, মাকুল গ্রামের খোরশেদ ও একই গ্রামের আমিরুল, ছানাউল, জাহিরুল, শহিদুল এবং রেজওয়ানকে গ্রেফতার করা হয়। একই রাতে ইয়াবা সেবনের অপরাধে মাকুল গ্রামের মস্তোফা, পানিয়াল গ্রামের রেজাউল ও একই গ্রামের ছাইদুলকে এবং ওয়ারেন্ট মূলে সন্তাদিগর গ্রামের তরিকুলকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচবিবিতে গ্রেফতার ১৩

২২ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ