Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আনিসের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে বাড়িঘর, সহায়-সম্পদ। হারিয়েছেন গোয়ালের গরু, ফসলের মাঠ। যেখানে ছিল পূর্বপুরুষদের ভিটেমাটি সেখানে এখন নদীর ঢেউ। তার ওপর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। লালমনিরহাট সদরের কালমাটি গ্রামের মরহুম ওমর আলীর ছেলে হতদরিদ্র মো. আনিসুর রহমান (৩৫) দীর্ঘদিন ধরে জটিল ক্যান্সারে আক্রান্ত। তিনি বর্তমানে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আনিসের গলায় জটিল ক্যান্সার ধরা পড়েছে, তাকে সুস্থ করতে দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা জরুরি, এতে লাখ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অসহায় দরিদ্র আনিসের পক্ষে এত টাকা জোগাড় করে চিকিৎসা করানো সম্ভব নয়। এ অবস্থায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন আনিস। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
নাজমুল হুদা
হিসাব নং- ১৫২৫১০১৬৭৪১৯১০০১
ব্রাক ব্যাংক লি. মা-া শাখা, ঢাকা।
মোবাইল : ০১৯৮০২০৫৪২৩ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনিসের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ