রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন পৌর এলাকার ক্ওেয়া পশ্চিম খ- গ্রামের কৃষক আমীর হামজা। আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারের জন্য অনবরত তাকে হুমকি দিয়ে যাচ্ছে। প্রাণের ভয়ে গত দু’দিন যাবত কৃষক পরিবার বাড়ি ছাড়া রয়েছেন। জানা যায়, কেওয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র কৃষক আমির হামজার সাথে একই এলাকার মৃত ইউনুস আলীর পুত্র বিল্লাল হোসেন ও সাদিরের পুত্র আয়জুলদের সাথে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত ৩ অক্টোবর আমির হামজা তার মালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণ করতে গেলে বিল্লাল হোসেনের লোকজন হামলা চালিয়ে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে কৃষক পরিবারের লোকদের গুরুতর আহত করে। এ ঘটনায় আমির হামজা শ্রীপুর থানায় ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। গত বুধবার বিকেলে মামলার আসামিরা জামিনে এসে আমির হামজার বাড়িতে পুনরায় হামলা চালিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেয়। প্রাণের ভয়ে আমির হামজা এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। জীবনের নিরাপত্তার জন্য আমির হামজা বুধবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. ছাত্তার জানান, বাদীকে মামলা প্রত্যাহারের হুমকির বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।