Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসার আলী এখন নিঃস্ব

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সুনামগঞ্জের ছাতকে দিনমজুর আনসার আলীর পরিবার নির্বাহের একমাত্র অবলম্বন ছিল দোকান ভিট। কিন্তু পিতা ও সহোদর মিলে এটি জবরদখল করে বিক্রি করায় সে এখন পথে বসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে আবেদন-নিবেদন করেও কোন সুরাহা হচ্ছে না বলে জানা গেছে। উক্ত ভূমি লিজ পেতে সে এখন দ্বারে দ্বারে ঘুরছে। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০১৫ সুনামগঞ্জ জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে পিতা ও ভাইসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোবিন্দনগর গ্রামের আরব আলীর পুত্র আনসার আলী ও তার স্ত্রী। এতে বলা হয়, ১৯৯৭ সালে গোবিন্দগঞ্জ নতুনবাজারে বটেরখালের তীরবর্তী ১ শতক বাজারভিট রকম সরকারি ভূমি পিতার কাছ থেকে ভূমিহীন আনসার আলী পজেশন ক্রয় করেন। ২০০৮ থেকে দোকান তৈরি করে হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ এখানে ক্ষুদ্র ব্যবসা করে পরিবারের ভরন-পোষণ চালাতেন। একপর্যায়ে ভাই আশরাফ আলীও পিতা মিলে তার কাছে বিক্রিত দোকান ভিট পুনরায় একই গ্রামের জবান আলীর পুত্র মছরব আলীও আব্দুল হান্নানের পুত্র মিন্টু মিয়ার কাছে পৃথক দু’টি আন-রেজিস্ট্রারি দলিলে মোটা অংকের টাকায় বিক্রি করেন। এতে গত ২৯ এপ্রিল ২০১৫ মিন্টু ও মছরব আলী রাতে তার স্ত্রী শিপা বেগমকে মারধর করে দু’টি দোকান জবরদখল করে নেয়। জানা গেছে, জেলা প্রশাসক (রাজস্ব) ছাতক এসিল্যান্ডকে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে আদেশ করলেও গত একবছরে এর কোন অগ্রগতি হয়নি। গত ২৮ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত তদন্ত শেষে সার্ভেয়ার মনিরুল ইসলাম পেরীফেরীভুক্ত বাজার ভিট বিক্রয়ের বিধান নেই বলে রিপোর্টে উল্লেখসহ জবরদখলদার মছরব আলীও মিন্টু মিয়ার বিরুদ্ধে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করে সরকারি ভূমি হতে অবৈধ স্থাপনা অপসারণের সুপারিশ করেন। কিন্তু এক্ষেত্রে কোন উদ্যোগ না নেয়ায় আনসার আলীর স্ত্রী শিপা বেগম ছাতক ইউএনও বরাবরে (ডকেট নং-১০৭২, তাং ১২.০৭.২০১৬) আবেদন করলে তিনি এসিল্যান্ডকে বিষয়টি গুরুত্ব সহকারে সমাধানের নির্দেশ দেন। এভাবে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান গত ২৫ মার্চ সুনামগঞ্জ এডিএম বরাবরে গ্রাম আদালতে দায়েরকৃত অভিযোগের প্রতিবেদনে ভূমিহীন আনছার আলীর অনুকূলে লিজ দেয়ার সুপারিশ করেন। ২ সন্তানসহ পরিবার নিয়ে সে এখন মানবেতর জীবনযাপন করছে। উক্ত ভূমি লিজ পেতে আনসার আলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনসার আলী এখন নিঃস্ব

২২ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ