চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০২ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে পাকিম্তান। আর এ রান তাড়া করতে নেমে চা বিরতির আগে কোন উইকেট না হারিয়ে ৩৮ রান করেছে ম্যান ইন গ্রিনরা। ওপেনার আবিদ আলী ২০ ও আব্দুল্লাহ শফিক ১৮ রান করে অপরাজিত আছেন।
এর আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে তারা করেছিল ৩৩০ রান। জবাবে পাকিস্তান করেছিল ২৮৬ রান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গতকাল শুরু থেকে চাপে পরে। তবে আজ সকালে লিটন দাস ও ইয়াসির আলী মিলে টাইগারদের একটি ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইয়াসির মাথায় আঘাত পেলে নতুন করে শুরু হয় বাংলাদেশের দুরঅবস্থা। তবুও এক পাশ আগলে রেখে খেলে যাচ্ছিলেন লিটন। তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরি। কিন্তু দলীয় ১৫৭ রানের সময় তিনি ৫৯ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হলে ধসে পরে টাইগাররা।
ম্যাচটিতে ১৫৩ রানের সময় বাংলাদেশ সপ্তম উইকেট হিসেবে হারায় নুরুল হাসান সোহানকে। কিন্তু এরপর শাহিনের তোপে পরে ১৫৭ রানের মাথায় তিনটি উইকেট হারায়। মানে শেষ পাঁচ রানে চারটি উইকেট হারায় মুমিনুল বাহিনী। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে একা পাঁচটি উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন সাজিদ খান। বাকি দুটি পেয়েছেন হাসান আলী।
এর আগে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছেন লিটন দাস। এটি তার ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি।নিজেদের দ্বিতীয় ইনিংসে পুরো দল যখন ব্যর্থ হলো তখন ফের জ্বলে উঠেন লিটন।