Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বশুরবাড়িতে হামলা করতে গিয়ে অস্ত্রসহ আটক

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

লোহাগাড়া উপজেলার আধুনগরের বায়তুন নুর পাড়ায় শ্বশুরবাড়িতে গভীর রাতে অস্ত্র নিয়ে হামলা করতে এসে দেশীয় তৈরী একটি পাইপগান, চুরি ও মোবাইলসহ আটক হয় চকরিয়ার মোহাম্মদ রুবেল। সে চিরিঙ্গা এলাকার ৮নং ওয়ার্ডের জাফর আলমের পুত্র। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোন সময় মোহাম্মদ রুবেল তার শশুর বাড়ীর ছাদে এসে অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে তাকে গনধোলাই দিয়ে পুলিশের কাছে খবর দেয়। গতকাল শুক্রবার সকালে লোহাগাড়া থানা পুলিশ গিয়ে তাকে আহতাবস্থায় আটক করে লোহাগাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এদিকে মোহাম্মদ রুবেলের স্ত্রী সুমি আক্তার বলেন, ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের ১টি মেয়ে সন্তান রয়েছে। সে জানায়, বিয়ের পর থেকেই তার স্বামী তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। সে আরো বলে, তার স্বামী বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত। এমনকি তাকে দিয়েও তার স্বামী অনেকবার ইয়াবা চালান করতে চেয়েছিল। গত ৬ মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তার ভাই তৌহিদুল ইসলাম বলেন, তার ভগ্নিপতির অত্যাচারের কারণে তারা অতিষ্ঠ। তাই তারা বোনকে ছাড়িয়ে নেন। আর এই জন্য মোহাম্মদ রুবেল প্রায়ই তাদের মেরে ফেলার হুমকি দিত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্বশুরবাড়িতে হামলা করতে গিয়ে অস্ত্রসহ আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ