Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায় পেছানো নিয়ে যা বললেন আবরারের ভাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১:২৫ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার দিন ৮ ডিসেম্বর পুনঃনির্ধারণ করেছেন আদালত। রায় পেছানোতে হতাশা প্রকাশ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ।

এ ব্যাপারে রোববার দুপুরে আবরার ফায়াজের সাথে কথা হয় সাংবাদিকদের। এ সময় মামলার রায় পেছানো নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এর আগে রায় ঘোষণার দিন ধার্য করেও রায় প্রস্তুত না হওয়াটা হতাশাজনক।’

আবরার ফায়াজ বলেন, ‘আমরা তো অনেক আশা করেছিলাম যে আজ রায় ঘোষণা করা হবে। আদালত যে কী কারণে রায় ঘোষণার দিন পেছালেন সেটা তো তিনি ভালো জানেন। এর পেছনে কিছু কাজ করছে কি না, আমরা তো তা জানি না।’

এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রায় পেছানো নিয়ে আমরা শঙ্কিত। কারণ বাংলাদেশে রায় পেছানোর ইতিহাস তো বেশি ভালো না। সাগর-রুনি হত্যা মামলার রায় যেমন বারবার পেছাচ্ছে।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার হলের কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদি হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর গত বছর ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পলাতক এখনো তিনজন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।



 

Show all comments
  • Abul Farah ২৮ নভেম্বর, ২০২১, ১:৫৮ পিএম says : 0
    এরা ...........র সদস্য তাই সঠিকভাবে বিচার হবে বলে মনে হচ্ছে না।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৮ নভেম্বর, ২০২১, ২:৫৬ পিএম says : 0
    ভাই ফায়াজ আসলেই এই দেশে বর্তমানে বিচার নেই,তবে একদিন আসবে ইনসআললাহ আল্লাহর পক্ষ থেকে বিচার পাওয়া যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবরার হত্যা

১০ ডিসেম্বর, ২০২১
৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ