Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঞ্জারাস আবিদ আলীকে ফেরালেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১:২২ পিএম
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠা আবিদ আলী অবশেষে ২৮২ বল খেলে ১৩৩ রান করে আউট হয়েছেন। দলীয় ২১৭ রানের মাথায় তাকে এলবিডব্লিউ আউট করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল ইসলাম। এর মাধ্যমে ম্যাচটিতে এখন পর্যন্ত চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। 
 
ম্যাচটিতে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৪৫ রান করে পাকিস্তান। কিন্তু তৃতীয় দিন শুরু থেকেই উইকেট হারাতে থাকে। একে একে হারায় আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ানের উইকেট। তবে এক প্রান্তে আগলে ধরে খেলতে থাকেন আবিদ। তাকে কোনভাবেই আউট করা যাচ্ছিল না। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসে নিজের প্রথম ওভারেই আবিদকে আউট করে দেন তাইজুল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ