Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অটোমেশনের আওতায় আসছে ভোমরা স্থলবন্দর

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অটোমেশনের আওতায় আসছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। গতকাল শনিবার ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ও সুইস কন্ট্যাক্টর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য মোস্তফা কামাল মজুমদার ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ-জোহরা, ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম, সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহমুদুল হাসান, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মামুন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম, বন্দর সম্পাদক আমির হামজা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ। সভায় জানানো হয়, ভোমরা স্থল বন্দরের আধুনিকায়ন ও অটোমেশনের কাজ করবে সুইস কন্ট্যাক্ট। এর মাধ্যমে বন্দরের সবকিছু ডিজিটাইজ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ