Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেপিএম’র সাবেক কর্মকর্তা মো. ইসমাইলের দাফন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দ্বিতীয় দফা নামাজে জানাযা শেষে মুক্তিযুদ্ধের সংগঠক ও কর্ণফুলী পেপার মিলস-কেপিএম এর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আলহাজ মো. ইসমাইলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর বোয়ালখালীর জোষ্ঠপুরা মাস্টাপাড়ায় জামে সমজিদ প্রাঙ্গণে জানাযায় ইমামতি করেন প্রফেসর মাওলানা মুনিরুল ইসলাম রফিক। সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীপুর-খরনদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকাররম, প্রিন্সিপাল মাওলানা মহসিন আল হোসাইনী, বিশিষ্ট শিক্ষাবিদ আবদুস সবুর আনসারী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন খোকন, মোহাম্মদ ইলিয়াস আজম ও শফিউল আলম।
জানাযায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। পরে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়। শুক্রবার নগরীর বহদ্দারহাটের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ওই দিন বাদ এশা বহদ্দারহাট জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আলহাজ মো. ইসমাইলের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মো. ইসমাইলের দাফন সম্পন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ