Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিত্যাক্ত নারী বিশ্বকাপের বাছাই, এগিয়ে থাকায় প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৫:২৪ পিএম
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জিম্বাবুয়ের হারারেতে চলমান ওয়ানডে নারী বিশ্বকাপ বাছাই পরিত্যক্ত ঘোষণা করেছে আইসিসি। মোট নয়টি দল তিনটি জায়গার জন্য লড়াই করছিল। কিন্তু মাঝপথে বাধ্য হয়ে প্রতিযোগিতাটি বাতিল করে দিতে হল। তবে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে দেয়া হয়েছে বিশ্বকাপের টিকেট। এর মাধ্যমে নিজেদের ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেল টাইগ্রেসরা।  আগামী বছর নিউজিল্যান্ডে হবে আট দলের নারী বিশ্বকাপ।  বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপের টিকেট পেয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 
 
এবারের বাছাইপর্বে অবশ্য ভালোই করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দেয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে হারায় যুক্তরাষ্ট্রকে। যদিও নিজেদের তৃতীয় ম্যাচে আবার থাইল্যান্ডের বিপক্ষে হেরে বসে সালমা খাতুনরা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ