Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি: সংসদে ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২১, ৩:৫৭ পিএম | আপডেট : ৭:৪৪ পিএম, ২৭ নভেম্বর, ২০২১

বাস ভাড়া হাফ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শনিবার (২৭ নভেম্বর) সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ছাত্রলীগ নামধারীরা হামলা করতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি কি কারও নাম বলতে পারেন? এটাই যদি করতো তাহলে তারা কেন এ দাবিতে প্রকাশ্যে সমর্থন করছে?

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিআরটিসিতে প্রথমে ভেবেছিলাম ৩০ পারসেন্ট দেবো, কিন্তু যখন প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, তিনি বললেন, হাফ ভাড়া যখন তারা দাবি করেছে সেটিই দাও। তার নির্দেশনায় সারাদেশে বিআরটিসির প্রজ্ঞাপন দিয়েছি। ১ তারিখ থেকে এটি কার্যকর হবে।

এর আগে ২৩ নভেম্বর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারি করার দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

 



 

Show all comments
  • Tareq Sabur ২৭ নভেম্বর, ২০২১, ১০:০০ পিএম says : 0
    ছাত্রলীগ ছাড়া আর কেউ এ হামলা করতে পারে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ