পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আজ দ্বিতীয়দিন ৩৩০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। এই রান করতে ১১৪.৪ ওভার খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচটিতে প্রথমদিন ৪ উইকেটে ২৫৩ রান করেছিল টাইগাররা। আজ দলের রানের খাতায় আর ৭৭ রান যোগ হতেই বাকি ছয়টি উইকেট হারিয়ে ফেলেছে তারা। ম্যাচটিতে পাকিস্তানের হয়ে একাই পাঁচটি উইকেট নিয়েছেন হাসান আলী।
আজ সকালে ১১৩ রান নিয়ে লিটন দাস ও ৮২ রান নিয়ে মুশফিক খেলতে নামেন। তবে দিনের শুরুতেই মাত্র ১ রান যোগ করে হাসান আলীর বলে ফেরেন লিটন। এরপর দলীয় ২৬৭ রানের সময় ৪ রান করে হাসানের বলে বোল্ড হন অভিষিক্ত ইয়াসির আলী। ২৭৬ রানের সময় ৯১ রান করে ফেরেন মুশফিক। দ্রুত তিনটি উইকেট হারালে রান বাড়ানোর চেস্টায় মনোযোগ দেন মেহেদি হাসান মিরাজ। তিনি এতে সফলও হন। কিন্তু তাইজুল ইসলাম ১১, আবু জায়েদ রাহী ৮ ও এবাদত কোন রান না করে আউট হয়ে যান। ফলে মিরাজের আর কিছু করার ছিল না। তিনি শেষ পর্যন্ত ৬৮ বল খেলে ৩৮ করে অপরাজিত থাকেন।।