Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-পাকিস্তানসহ ৬ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৬:৩৪ পিএম

ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর ও ভারত থেকে সউদী আরবে ভ্রমণকারীরা সরাসরি প্রবেশ করতে পারবেন।
সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে করোনা টিকার ডোজ সম্পন্ন করলে দেশটিতে সরাসরি প্রবেশ করা যাবে। ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম ও মিসরের নাগরিকরা তৃতীয় কোনো দেশে কোয়ারেন্টিনে অবস্থান করা ছাড়াই প্রবেশ করতে পারবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এ ছয় দেশ থেকে যাওয়ার পর সউদী সরকারের অনুমোদিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঁচ দিন থাকতে হবে প্রবাসীদের। সউদীতে যাওয়া মানুষদের করোনামুক্ত সব ধরনের বিষয় নিশ্চিত করতে হবে।
করোনা মোকাবেলায় গত ফেব্রুয়ারিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার আওতায় ছিল সংযুক্ত আরব আমিরাত, মিসর, লেবানন, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও জাপান। কূটনীতিক, মেডিক্যাল স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।
এ নিষেধাজ্ঞা শুধু যে এসব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল, তা নয়। যেসব পর্যটক এসব দেশে ট্রানজিটসুবিধা নিয়েছিলেন, তাদের জন্যও এ নিষেধাজ্ঞা জারি ছিল। তখন বলা হয়, যে পর্যটকরা এসব দেশ থেকে ট্রানজিট সুবিধা নিয়েছেন, তারাও ১৪ দিনের মধ্যে সউদী আরবে প্রবেশ করতে পারবেন না। সূত্র : আরব নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ