Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পার্টনারশিপে ডাবল সেঞ্চুরি করলেন লিটন-মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৪:৪৫ পিএম
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শুরুতে চাপে পরে বাংলাদেশ। ৪৯ রানের মধ্যে প্রথম চার উইকেট হারিয়ে ফেলো তারা।  শুরুতে এমনই ধাক্কা খায় বাংলাদেশ। কিন্তু সেই ধাক্কা সামলে উঠে পঞ্চম উইকেটের জুটিতে অপরাজিত ২০০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের দুইজনের দৃঢ় ব্যাটিংয়ে আজ এখন পর্যন্ত ৮৫তম ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে টাইগাররা। লিটন ১০৯  ও মুশফিক ৮২ রানে অপরাজিত আছেন। 
 
এর আগে ২০১১ সালে এই পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে চারটি উইকেট হারায় বাংলাদেশ। এরপর পঞ্চম উইকেট জুটিতে হাল ধরেছিলেন শাহরিয়ার নাফিস ও সাকিব আল হাসান। তারা দুইজন মিলে এই জুটিতে ১৮০ রান করেছিলেন। আজও পঞ্চম উইকেটের জুটিতে হাল ধরেছেন মুশফিক ও লিটন। তারা এখন অনেক দূর এগিয়েও গেলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ