Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন লিটন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৪:১৭ পিএম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মার। এর আগে ক্রিকেটের সবচেয়ে পুরনো সংস্করণে তিনি নয়টি হাফসেঞ্চুরি করেছিলেন। ১০০ রান পূর্ণ করতে তিনি বল খেলেছেন ১৯৯টি। 
 
এর আগে টেস্ট ক্রিকেটে লিটন দাসের সর্বোচ্চ রান ছিল ৯৫। এ বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রান করে আউট হয়েছিলেন তিনি। 
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়ানক এক সময় কাটিয়ে তিনি জায়গা হারিয়েছিলেন। এখন ফিরে এসেছেন টেস্ট দলে। আর এসেই করলেন সেঞ্চুরি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ