নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনার নতুন নতুন উৎসের সন্ধান পাচ্ছেন পাঠকরা। একের পর এক তাদের ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
সাকিব আল হাসানের মাথা কেটে শহিদুলের মাথা বসানো নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। এরপর চট্টগ্রাম টেস্টে খেলার সময় ‘এএম’ না লিখে লেখা হয়েছে ‘পিএম’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন ভুলের প্রতিযোগিতা শুরু করেছে। এবার খেলোয়াড়দের তালিকায় ' Bamgladesh’ লিখেছে বিসিবি।
পাকিস্তানের সঙ্গে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে শুরু হয়েছে প্রথম ম্যাচ। এই ভুল নিয়ে ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র তার ফেসবুকে লেখেন, সাকিবের শরীরে শহীদুলের মাথা বসানো নিয়ে অনেক কথা হয়েছে। চট্টগ্রাম টেস্টের টিকিটে খেলা শুরুর সময় রাত ১০টা ছাপা হওয়া নিয়ে অনেক হাস্যরসও। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই।
এই সিরিজে বিসিবি আর পিসিবি’র আরেকটা পার্থক্যও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দুই বোর্ডের পুরো বিপরীত উপস্থিতি। পার্থক্য তো আরও আছে। প্রতি ম্যাচের আগে দুই বোর্ডের সরবরাহ করা প্লেয়ার লিস্টটাই দেখুন না! বিসিবি দুমড়ানো মোচরানো একটা কাগজ পাঠিয়ে দেয় আর পিসিবিরটা কেমন সুন্দর করে প্রিন্ট করা, সাজানো গোছানো। মানুষ তো দেখেও শেখে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।