Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচদের কোচ হচ্ছেন ম্যানইউর নতুন কোচ!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১১:৪৩ পিএম
ওলে গানার সুলশারকে বরখাস্ত করার পর গুঞ্জন শোনা যাচ্ছিল জিনেদিন জিদান ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন। তাছাড়া শোনা যাচ্ছিল পিএসজির দায়িত্ব ছেড়ে মারিসিও পচেত্তিনো ম্যানইউর দায়িত্ব নেবেন। তবে এগুলোর কিছুই হচ্ছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা দি অ্যাথলেটিক ইউকের বরাত দিয়ে জানিয়েছে রোনালদোদের কোচ হচ্ছেন রাফ র্যাংনিক। তিনি জার্মান ক্লাব শালকের কোচ ছিলেন। তাকে ছয় মাসের জন্য অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। ছয় মাস পর তিনি দুই বছরের জন্য ক্লাবটির পরামর্শক হিসেবে কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন।  বর্তমানে ম্যানইউর ভারপ্রাপ্ত কোচ হিসেবে আছেন মাইকেল ক্যারিক। প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচটি হবে তার জন্য শেষ ম্যাচ। 
 
রাফ র্যাংনিক হলেন লিভারপুলের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপ, জুলিয়ান নাগেলসম্যান ও রালফ হাসেনহুটেলের গুরু। তার কোচিং স্টাইল থেকে শিক্ষা নিয়ে তারা ইউরোপিয়ান ফুটবল মাতাচ্ছেন। মানে এখন। কোচদের কোচ হচ্ছেন ম্যানইযর কোচ!। জার্মানির আধুনিক ফুটবলের রূপকার হিসেবেও বলা হয় তাকে। কারণ পুরনো ধ্যান ধারণা ও পদ্ধতি বদলে তিনি নতুন পদ্ধতির আবির্ভাব ঘটিয়েছিলেন জার্মানির ফুটবলে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ