পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত ২২ নভেম্বর জারি করা নতুন ওই সতর্কতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্কতায় বাংলাদেশকে দ্বিতীয় পর্যায় (লেভেল-২) এ রেখেছে। স্টেট ডিপার্টমেন্টের ট্রাভেল এডভাইজারিতে এ তথ্য হালনাগাদ করা হয়েছে।
লেভেল-২ এ যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তার উচ্চতর ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়। এর অর্থ হলো- বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। লেভেল-২ এ যুক্তরাষ্ট্রের নাগরিকদের সংশ্লিষ্ট দেশে সফর করার জন্য সর্বোত্তমভাবে প্রস্তুত করতে সাহায্য করার জন্য ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে ওই দেশ-নির্দিষ্ট কিছু তথ্য দেয়া হয়ে থাকে। যেমনঃ বাংলাদেশ ভ্রমণ প্রসঙ্গ বলা হয়েছে- অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।
করোনা প্রসঙ্গ বলা হয়েছে- এফডিএ (যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন) অনুমোদিত ভ্যাকসিন সম্পূর্ণরুপে নেয়া থাকলে (বাংলাদেশে গেলে) আপনার করোনায় সংক্রমিত হওয়ার এবং গুরুতর উপসর্গগুলো বিকাশের ঝুঁকি কম হতে পারে। এছাড়া, অপরাধ, সন্ত্রাস এবং অপহরণের কারণে পার্বত্য চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নাগরিকদের পুনর্বিবেচনা করতেও বলা হয়েছে নির্দেশিকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।