Inqilab Logo

মঙ্গলবার ১৫ অক্টােবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে স্বজনদের সাথে দেখা করতে এসে রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

উখিয়া কুতুবপালংক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে নোয়াখালীতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নূর আলম সে কুতুবপালংক ক্যাম্পের বদিউল আলমের ছেলে। গতকাল বৃহস্পতিবার সেনবাগ উপজেলার কানকির হাট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, রোহিঙ্গা যুবক নূর আলম নোয়াখালীর হাতিয়ার ভাসারচর রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার স্বজনদের সাথে দেখা করতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। যাত্রা পথে ভুলে সে সেনবাগের কানকির হাটে চলে আসে। এ সময় স্থানীয় লোকজন তাকে দেখে সন্দেহ হলে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর সেনবাগ থানা থেকে তাকে সুধারাম মডেল থানায় প্রেরণ করা হয়।

পরবর্তীতে সুধারাম মডেল থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা যুবক আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ