মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রবীণ বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী। বলেছিলেন, দলবদল না করলেও তিনি মমতার পাশেই আছেন।
মমতার সঙ্গে গত বুধবার সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের রিপোর্ট কার্ড তুলে ধরে এক হাত নিয়েছেন। তিনি টুইট করে মোদি সরকারের কাজের সমালোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার ‘ব্যর্থ’ তার নমুনাও দিয়েছেন।
স্বামীর আক্রমণের নিশানায় রয়েছে মোদি সরকারের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সীমান্ত নিরাপত্তা, জাতীয় নিরাপত্তাসহ একাধিক বিষয়। বিজেপির প্রবীণ নেতার মতে, অর্থনীতির কিছুই জানেন না মোদি। কেন্দ্রের বর্তমান সরকার অর্থনীতির ক্ষেত্রে ব্যর্থ। পররাষ্ট্রনীতিতে আফগানিস্তান সঙ্কট। জাতীয় নিরাপত্তায় পেগাসাস এনএসও। অভ্যন্তরীণ নিরাপত্তায় কাশ্মীর পরিস্থিতি। এসব কিছুর জন্য দায়ী কে?
বিজেপির সঙ্গে স্বামীর যে সম্পর্ক ছিল সাম্প্রতিককালে তা তলানিতে ঠেকেছে। গত মাসেই দলের সর্বভারতীয় কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যসভার প্রবীণ এমপিকে।
তাছাড়া এর আগেও স্বামীকে অসংখ্যবার প্রকাশ্যে মমতার প্রশংসা করতে দেখা গেছে। অক্টোবরে মমতার রোম সফরে সম্মতি না দেওয়ায় কেন্দ্রের কঠোর সমালোচনা করেন স্বামী। শুধু তাই নয়, সীমান্তে চীন এবং ভারতের সম্পর্ক নিয়েও সম্প্রতি টুইট করে মোদি সরকারের সমালোচনা করেন তিনি। স্বামী বলেন, ‘চীন যদি আমাদের পরমাণু অস্ত্র নিয়ে ভয় না পায়, তা হলে আমরা পাচ্ছি কেন?’ সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।