Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তান কোলে হাউসে নয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ব্রিটিশ লেবার পার্টির এমপি স্টেলা ক্রিসি তার তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টের বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন। এর জন্য প্রশংসার বদলে ভবিষ্যতে শিশু সন্তানকে নিয়ে হাউস অব কমন্সের বৈঠকে না আসার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে।
হাউস অব কমন্স কর্তৃপক্ষের পাঠানো সেই ই-মেইলের অংশ টুইট করেছেন স্টেলা। তিনি কর্মরত মায়েদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়াতে। স্টেলা জানিয়েছেন, গত মঙ্গলবার ওয়েস্টমিনস্টার হলে একটি বিতর্ক সভায় তিন মাসের ছোট্ট ছেলেকে নিয়ে গিয়েছিলেন। একরত্তি ছেলে এখনও শুধু মায়ের দুধ খায়। সেদিন পুরো সময়টা সে ঘুমিয়েই ছিল।
দিনের শেষে চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব তাকে ই-মেইল করে জানান, সেপ্টেম্বরে সংশোধিত হাউসের নিয়ম অনুযায়ী শিশুদের নিয়ে হাউসে বসা যাবে না। ৪২ নম্বর অনুচ্ছেদে এটির উল্লেখ রয়েছে। ওয়েস্টমিনস্টার হলের কোনও বিতর্ক সভাতেও একই নিয়ম বলবৎ থাকবে।
স্টেলা বলেছেন, ‘এই চিঠিই আমার কাছে সবচেয়ে বড় খবর। শুনে খুশি হলাম, এখানে নিয়ম মানে এক জন এমপিকে কথা বলতে বাধা দেওয়া।’ তিনি জানিয়েছেন, এটি প্রথম বার নয়। এর আগেও তিনি কন্যা সন্তানকে নিয়ে কাজে যোগ দিয়েছেন। কিন্তু এভাবে কখনও তাকে নিয়ম ভাঙার অভিযোগের মুখে পড়তে হয়নি।
স্টেলার মতে, বর্তমান সময়ে মায়েরা একই সঙ্গে ঘরে-বাইরে কাজ সামলাতে অভ্যস্ত। এই ধরনের ফতোয়া কর্মরত মায়েদের পদে পদে বাধা তৈরি করবে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাউসের স্পিকার স্যর লিন্ডসে হয়েল।
ব্রিটিশ পার্লামেন্টে ২০১৮ সালে ডেমোক্র্যাট এমপি জো সুইনসো দুধের শিশুকে নিয়ে হাউসের বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন। ভাইরাল হয়েছিল সেই ছবি। একই বছর জাতিসংঘের সাধারণ সভায় ছেলে কোলে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। সূত্র : দ্য গার্ডিয়ান, সিএনএন।



 

Show all comments
  • True Mia ২৬ নভেম্বর, ২০২১, ৭:৩৫ এএম says : 0
    Breastfeeding child must stay with his/her mom. Nobody has right to bar him/her
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ