Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সলোমন দ্বীপপুঞ্জে সেনা পাঠিয়েছে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

দাঙ্গা কবলিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির রাজধানী শহর হনিয়ারায় টানা দ্বিতীয় দিনের মতো সহিংসতা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানান অস্ট্রেলিয়ার পুলিশ ও সেনা সদস্যরা দ্বীপরাষ্ট্রটিতে স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করবে।

গত বুধবার ওই সহিংসতা শুরু হয়। ওই দিন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে উৎখাত করতে পার্লামেন্টে ঢুকে পড়ে। বৃহস্পতিবার লকডাউন উপেক্ষা করে আবারও বিক্ষোভ শুরু হয়, সরকারি ভবন, থানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগাভারের কাছ থেকে সহায়তা পাঠানোর অনুরোধ পেয়েছেন। ২০১৭ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক নিরাপত্তা চুক্তির আওতায় এই সহায়তা চেয়েছেন তিনি। রাজধানী হনিয়ারায় বিক্ষোভকারীরা মূলত এসেছে পার্শ্ববর্তী দ্বীপ মালাইটা থেকে। দ্বীপটি দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে। বুধবার তারা পার্লামেন্টে ঢুকে পড়ার এবং প্রধানমন্ত্রীকে উৎখাতের চেষ্টা করে। ওই ঘটনার পর ৩৬ ঘণ্টার কারফিউ আরোপ করা হয়। তবে তা উপেক্ষা করে বৃহস্পতিবার হনিয়ারার চায়নাটাউন জেলার রাজপথে নেমে আসে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ