Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হাফ পাসের দাবিতে মিছিল ছত্রভঙ্গ করলো পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৭:৫৮ পিএম

গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতে হাফ পাসের দাবিতে মিছিল থেকে বাম ছাত্র সংগঠনের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক চারজনের মধ্যে বাসদ সমর্থিত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন এবং গণসংহতি আন্দোলন সমর্থিত ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুর রুদ্র আছেন। বাকি দু’জন সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবীর জানান, ওই চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা অনুমতি ছাড়াই রাস্তা অবরোধ করে সমাবেশ করছিল। তাদের উদ্দেশ্য কি তারা কোন রাজনীতি করে এসব কিছু জেনে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ