দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ কানপুরে খেলতে নামে ভারত ও নিউজিল্যান্ড। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে। আর প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে ম্যান ইন গ্রিনরা।
আজ ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় শ্রেয়াস আয়ার। আর প্রথম দিনে তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে ৫০ রান করে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা।
অবশ্য ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ২১ রানের সময় মায়াঙ্ক আগারওয়াল ১৩ রান করে কাইল জেমিসনের বলে আউট হন। পরে অপর ওপেনার শুভমান গিলকে নিয়ে পার্টনারশিপ গড়ে তোলার চেস্টা করেন চেতশ্বর পূজারা। তবে দলীয় ৮২ রানের সময় গিল ৫২ রান করে সেই জেমিসনের বলেই বোল্ড হন। এরপর দলীয় ১০৬ রানের সময় ২৬ রান করে পূজারা টিম সাউদির বলে ক্যাচ আউট হন। তখন একটু চাপে পরে তারা। কিন্তু অধিনায়ক রাহানে আয়ারকে নিয়ে গড়ে তোলেন পার্টনারশিপ। দলীয় ১৪৫ রানের সময় রাহানে ৩৫ রান করে রাহানে জেমিসনের বলে বোল্ড হন। কিন্ত এরপর বাকি দিনটা আয়ার ও জাদেজা মিলে পার করে দেন। তারা দুইজন মিলে প্রথম দিন ১১৩ রানের পার্টনারশিপ গড়েন।