Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত মাসে পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম

বড় দরপতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ২২১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। এদিন ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এই নিয়ে পুঁজিবাজারে টানা পাঁচ দিন দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে লেনদেন হওয়া ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪১টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমেছে। ডিএস-৩০ সূচকে আগের দিনের চেয়ে কমেছে ২৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে ২৭৯ কোটি টাকা কমে ৮৪৯ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১২৯ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা। যা ছয় মাস ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক,প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসেস, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট কমে ২০ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৩৫২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬০ লাখ ৪ হাজার ৮১০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ