Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সংক্ষিপ্ত টেস্ট স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ২:৩৭ পিএম
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। আর এ ম্যাচের আগে ১২ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে পাকিস্তান দল। যেখান থেকে একজনকে বাদ দিয়ে সাজানো হবে একাদশ। টি-টোয়েন্টি সিরিজের আগেও ১২ জনের এমন সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল তারা।
 
এই সিরিজের মাধ্যমে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপর নতুন মৌসুমে নিজেদের যাত্রা শুরু করবে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ইনজুরির কারণে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলা। ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে পারবেন না।
 
পাকিস্তান ১২ সদস্যের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ