উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-তে পর্তুগালের চ্যাম্পিয়ন দল এফসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচটিতে ৫২ মিনিটের সময় থিয়াগো আলকানতারা ও ৭০ মিনিটের সময় মোহাম্মদ সালাহ গোল করেন ।এর মাধ্যমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের প্রথম পাঁচটি ম্যাচের সবগুলোতে জয় পাওয়ার নতুন কীর্তি গড়েছে রেডরা। এই ম্যাচের আগেই লিভারপুলের নক আউটের টিকেট নিশ্চিত হয়ে যায়। ফলে পোর্তোর বিপক্ষে গতকাল রাতে বেশ কয়কেজন খেলোয়াড়কে খেলাননি কোচ ইয়ুর্গেন ক্লপ। কিন্তু তাতে কি! লিভারপুলের জয় তুলে নিতে কোন সমস্যা হয়নি।
এই পাঁচ ম্যাচে লিভারপুল গোল করেছে ১৫টি। পাঁচ ম্যাচ শেষে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে পাঁচ ম্যাচ শেষে তারা গোল করেছিল ১৬টি।
এদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত মোট ছয়টি গোল করেছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে ২০১৭-১৮ মৌসুমে রবার্তো ফিরমিনোর গড়া রেকর্ডে ভাগ বসিয়েছের সালাহ। এখন তারা দুইজনে যৌথভাবে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের একটি মৌসুমে গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল করার রেকর্ডের মালিক।